ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

জামালপুরের বকশীগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের বৈঠকে উপস্থিত হয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রাশাসন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার নির্দেশে বাল্যবিয়ে বন্ধ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানায়, বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে শামীম মিয়ার (১৮) সঙ্গে মেলান্দহ উপজেলার পূর্বআদ্রা গ্রামের আবদুল রাজ্জাকের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রীর (১৫) বিয়ের জন্য বৈঠক বসে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। পরে তিনি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীকে ছেলে শামীম মিয়ার বাড়িতে পাঠান। তিনি সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন।

এসময় ওই ছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে দুই পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

আরএইচ/এএসএম