ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্তানসহ হঠাৎ গৃহবধূ নিখোঁজ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরার তালার বলরামপুর গ্রামে সন্তানসহ আমেনা বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৩ দিনেও স্ত্রী-সন্তানের সন্ধান না পেয়ে স্বামী এরশাদ চৌধুরী তালা থানায় বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে জিডি করেছেন।

তালা উপজেলার বলরামপুর গ্রামের আব্বাস আলী চৌধুরীর ছেলে এরশাদ চৌধুরী জানান, ৩ দিন আগে তার স্ত্রী আমেনা বেগম রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হন। একইসঙ্গে তার শিশু সন্তান সিয়াম চৌধুরীও নিখোঁজ রয়েছে।

এ ঘটনার পর থেকে সব স্থানে খোঁজখবর নিয়েও স্ত্রী ও সন্তানের কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে তিনি বুধবার তালা থানায় একটি জিডি (১১৫/২১) করেছেন।

এ প্রসঙ্গে তালা থানার উপপরিদর্শন (এসআই) মো. কাউসার জানান, এ বিষয়ে তদন্ত চলছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুর সন্ধান পেতে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

এফএ/এমএস