ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না দেখেই চিকিৎসক বললেন ‘অবস্থা জটিল’, পরে সিঁড়িতেই জন্ম নিল শিশু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম দিলেন এক প্রসূতি মা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোহনগঞ্জ সরকারি হাসপাতালে।

ওই নারীর নাম আলপনা (২৭)। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের মানিক মিয়া স্ত্রী।

রোগীর স্বজনরা জানান, বুধবার সকালে অসুস্থ অবস্থায় রোগীকে মোহনগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে জরুরি বিভাগের দোতলায় লেবার ওয়ার্ডে পাঠান চিকিৎসক। লেবার ওয়ার্ডে গেলে কোনো রকম চিকিৎসা না দিয়েই জটিল অবস্থা বলে ময়মনসিংহে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দোতলা থেকে নামার পথে সিঁড়িতে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেন প্রসূতি মা।

বিষয়টি প্রচার হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় ওই নারীকে। তাকে দ্রুত হাসপাতাল থেকে বিদায় দেন দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা।

মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হুদা লিটন বলেন, বিকেলে গিয়ে হাসপাতালে রোগী পাইনি। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, সিঁড়িতে বাচ্চা প্রসব হয়েছে। ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

ওইসময় মেডিকেল অফিসার ডা. মারুফুল আলম তালুকদার, নার্স রিনা পাল ও শিল্পী রাণী কর দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার জানান, বিষয়টি শুনে তাদেরকে শোকজ করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/এমকেএইচ