ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক মাস পর জানা গেল অফিস সহায়কই করেন ১ লাখ ৮০ হাজার টাকা চুরি

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

নীলফামারী সদর উপজেলা ভূমি কার্যালয়ের চুরি হওয়া এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুষার চন্দ্র দেব অধিকারী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী। তিনি জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার তুষার চন্দ্র দেব অধিকারী ওই অফিসের অফিস সহায়ক। তিনি জেলা শহরের মাধার মোড় জুম্মাপাড়া মহল্লার হরিকেশ কিশোর দেব অধিকারীর ছেলে।

নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, চলতি বছরের গত ৭ জানুয়ারি নীলফামারী সদর উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে কর্মচারীদের বেতন দেয়া হয়। এর মধ্যে কয়েকজন কর্মচারী বেতন উত্তোলন না করায় তাদের এক লাখ ৮০ হাজার টাকা অফিসের প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান তার অফিস রুমের আলমারিতে তালাবদ্ধ করে রেখেছিলেন। ৮ ও ৯ জানুয়ারি দুদিন সাপ্তাহিক সরকরি ছুটি থাকায় ১০ জানুয়ারি সকালে সফিয়ার রহমান অফিসে আসেন। তালা খুলে দেখেন তার কক্ষটি তছনছ করা, টাকা রাখার আলমারির তালা ও রুমের জানালার গ্রিল ভাঙা এবং জানালা খোলা। আলমারিতে রাখা এক লাখ ৮০ হাজার টাকাও পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় প্রধান অফিস সহকারী সফিয়ার রহমান নীলফামারী থানায় একটি মামলা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘চুরির ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়। আমরা এ ঘটনায় অফিসটি মনিটরিং করতে থাকি। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোপন খবরে ওই অফিসে অভিযান চালিয়ে প্রথমে আটক করা হয় অফিস সহায়ক তুষার চন্দ্র দেব অধিকারীকে। তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে চুরি যাওয়া এক লাখ ৮০ টাকা বের করে দিলে তা জব্দ করা হয়।’

জাহেদুল ইসলাম/এসআর/জিকেএস