ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় প্রাণনাশের ভয় দেখিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

ভোলার লালমোহনে প্রাণনাশের ভয়-ভীতি দেখিয়ে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই গৃহবধূ উপজেলার লালমোহন সদর ইউনিয়নের বাসিন্দা। আর তার স্বামী পেশায় একজন গাড়িচালক। তিনি লক্ষীপুর জেলায় কাজ করেন।

অন্যদিকে অভিযুক্ত মো. ইকবাল (২৬) উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী লক্ষীপুর জেলায় গাড়ি চালান। মাঝে-মধ্যে তিনি বাড়ি আসেন। তিনি দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে তিনি বাথরুমে যাওয়ার জন‌্য ঘরের দরজা খোলেন। ওই সময় হঠাৎ করে ইকবাল ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন। পরে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে চলে যান।

তিনি আরও জানান, পরে এ বিষয়ে তিনি একটি মামলা দায়ের করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ওই গৃহবধূ বৃহস্পতিবার থানায় ইকবাল নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের জন‌্য অভিযান চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস