পুলিশের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের পুরাতন পানিসারা গ্রামের চাঁন মিয়ার ছেলে রুবেল আহমেদ ওরফে উজীর উদ্দিন (২০), গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান কবির (২১) ও পৌরশহরের কলেজরোড সংলগ্ন শ্রীরামপুরপাড়া এলাকার গণেশ সরকারের ছেলে জয় সরকার (২৪)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সংঘবদ্ধ চক্রের সদস্যরা গত ৩ ফেব্রুয়ারি রাতে মুকুল হোসের নামের এক অটোরিকসা চালককে বেধড়ক পিটিয়ে অটোরিকসা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি জানালে তাদের ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এএইচ/জেআইএম