বিশেষ কায়দায় তৈরি জ্যাকেটে মিলল ফেনসিডিল
যশোরের শার্শা সীমান্ত এলাকায় বিশেষ তৈরী জ্যাকেট থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলার সাতমাইল-গোগা সড়কের সেতাই গ্রামের একটি ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত আতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৬) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেন (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহ হলে আশানুর মোড়ল ও আলমগীর হোসেনকে আটক করা হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের ভিতরে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সেখান থেকে দুইটি পুরাতন বাইসাইকেলও জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/ আরএইচ/এমকেএইচ