ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডোবা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

ডোবা দখল নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল জব্বারের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার মারা যান ওই ব্যক্তি।

পুলিশ জানায়, রাজনাও গ্রামের ওয়াব উল্লাহ ও আব্দুল লতিফের লোকজনের মধ্যে ডোবা দখল ও মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল লতিফের ভাই আব্দুল জব্বারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম