করোনার টিকা নিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নেত্রকোনায় করোনাভাইসের টিকা নিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। রোববার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন তিনি।
পরে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলায় ৭২ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। প্রত্যেককে ২ ডোজ করে ৩৬ হাজার ব্যাক্তিকে এই টিকা প্রদান করা হবে। প্রথম দিনে জেলায় ১ হাজার ৭ জনকে টিকা দেয়া হয়েছে। জেলায় ৩ হাজার ৪৪১ ব্যক্তি নিবন্ধিত হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে