কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা
ফাইল ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী রেশমা বেগমকে (২৯) হত্যার অভিযোগে মঞ্জু মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটে।
আটক মঞ্জু মিয়া ওই গ্রামের নঈম উদ্দিনের ছেলে। তিনি ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি স্ত্রীসহ এলাকার লোকজনকে মারধর করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোন কারণ ছাড়াই স্ত্রী রেশমা বেগমের উপর চড়াও হন স্বামী মঞ্জু মিয়া। এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। এতে রেশমার মাথার মগজ বেরিয়ে পড়ে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ সুন্দরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মঞ্জু মিয়াকে আটক করে। তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সুমন মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাহিদ খন্দকার/আরএইচ/জেআইএম