বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আব্দুল হাসান (৩৭) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদরইল বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আব্দুল হাসান উপজেলার পারইল ইউনিয়নের হিন্দুর ভায়েল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল নিয়ামতপুরের দাদরইল বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল হাসানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়।
আব্বাস আলী/এএএইচ