ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে মিলল নিখোঁজ মাদরাসাছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার কাহালুতে নিখোঁজ মাদরাসাছাত্রী জান্নাতির (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শহরগাড়ি পাল্লাপাড়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

জান্নাতি শহরগাড়ি পাল্লাপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে। সে অঘোর মালঞ্চা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খেলতে গিয়ে জান্নাতি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজতে ছিলেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামের একটি পুকুরে জান্নাতির মরদেহ পাওয়া যায়। জান্নাতির পরিবারের সদস্যদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে।

নিহত জান্নাতির ফুপু ছালিমা বেগম বলেন, জান্নাতিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের শাস্তি দাবি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণ করা হলেছিল কিনা তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।

আরএইচ/এএসএম