ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শপথ নেয়ার আগেই জনগণের সেবায় নড়াইলের প্রথম নারী মেয়র

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

নির্বাচন শেষ হয়েছে ৩০ জানুয়ারি। এখনো শপথগ্রহণ অনুষ্ঠান হয়নি। শপথগ্রহণ এবং দায়িত্ব বুঝে নেয়ার আগেই নড়াইল পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র আনজুমান আরা জনসেবায় নেমে পড়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের সমস্যা খুঁজে বের করতে ছুটে চলছেন নাগরিকদের দোরগোড়ায়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর আলাদাতপুর মহিলা মাদরাসা মাঠে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন উপকারভোগীদের নিবন্ধন কাজের তদারকি করেন। এ সময় জেলা সমাজসেবা কর্মকর্তা রতন কুমার হালদার, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আনিচুর রহমান ও সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী অধিকারী প্রমুখ সঙ্গে ছিলেন।

নবনির্বাচিত মেয়র আনজুমান আরা বলেন, ‘জনগণের ভোটে যখন মেয়র নির্বাচিত হয়েছি তখন আমি জনপ্রতিনিধি। শপথগ্রহণের বিষয়টি প্রশাসনের কার্যতালিকাভুক্ত। প্রশাসনিক কর্মকর্তারা যখন ডাকবেন তখন আমাকে শপথ নিতে যেতে হবে। তাই বলে কাজ ফেলে রাখা যাবে না। নাগরিকদের দুর্ভোগে রেখে আমি চেয়ারে বসতে পারব না।’

শুধু তাই নয়, পৌর নির্বাচনে যেসব প্রার্থী পরাজিত হয়েছেন তিনি তাদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন। পাশাপাশি পৌরসভার উন্নয়নকাজে তাকে সহযোগিতা ও পরামর্শ দেয়ার দাবি করেন।

হাফিজুল নিলু/এসআর/এএসএম