ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

ভোলার চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে গোলেনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গোলেনুর বেগম উপজেলার আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মো. খোরশেদ পাটওয়ারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে
গোলেনুর বেগম গরুর জন্য ঘাস কাটতে সকালে বাড়ির পাশে জহিরের মাছের খামারে যান। সেখানে ঘাস কাটার সময় হঠাৎ নিচে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম