ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে ৩১ কেন্দ্রে মক ভোট

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১

পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলন বা মক ভোট দিয়েছেন ভোটাররা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন স্থানীয়রা।

এ পৌরসভায় রোববার (১৪ ফেব্রুয়ারি) মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তা বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।

মক ভোট প্রয়োগ শেষে ভোটাররা জানান, যতটা জটিল মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গারপ্রিন্ট দেয়ার সাথে সাথে ছবি আসলো আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো।

jagonews24

শহীদ আব্দুল আলী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. জাফর খান জানান, অনুশীলন বা মক ভোটিং সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।

আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) ৪র্থ ধাপে ৬২ হাজার ৮৮৪ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে পৌর প্রতিনিধি নির্বাচন করবেন।

শংকর হোড়/আরএইচ/জেআইএম