ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাক্তার দেখিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের, হাসপাতালে স্ত্রী

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১

ভোলায় স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (২৫) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাথী আক্তার (২০) গুরুতর আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহত সোহাগ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের আবু তাহেরের ছেলে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বোরহানউদ্দিন উপজেলার মুচিরপুল এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘট।

স্থানীয়রা জানান, গত ১০ দিন আগে সোহাগ ঢাকার বিক্রমপুরে বিয়ে করেন। আজ বিকেলে সোহাগ তার স্ত্রী সাথীকে ডাক্তার দেখানোর জন‌্য গ্রামের বাড়ি মুলাইপত্তন থেকে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিন যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুচিরপুল এলাকায় আসলে একটি দ্রুতগামী জাটকা বোঝাই নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত‌্যু হয় এবং তার স্ত্রী সাথী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহারুল আমিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, নছিমনটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস