মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নববধূর
ফাইল ছবি
গাজীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় কাকলি আক্তার (২২) নামে এক নববধূ নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শিববাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মাদারীপুর সদর উপজেলার ধূরাইল কপালি কান্দি এলাকার মহসিন হোসেন সজিবের স্ত্রী।
অন্যদিকে পুলিশ কাভার্ডভ্যানের চালক মো. শাহজাদাকে (২৮) আটক করেছে। সে রংপুরের তারাগঞ্জ থানার ঘনিরামপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার দেলোয়ার ফকিরের বাড়িতে স্বপরিবারে ভাড়ায় থাকেন মহসিন। প্রায় দুই মাস আগে তিনি কাকলি আক্তারকে বিয়ে করেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে বেড়াতে বাসা থেকে বের হন। তাদের বহনকারী মোটরসাইকেল ঢাকা-শিমুলতলী সড়কের শিববাড়ী মোড় এলাকায় পেছনে বসে থাকা কাকলি সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কাকলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস