ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরা গণভবনে বাসন্তী শোভা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ফুলের ডালা সাজিয়ে বসন্ত এসে গেছে। প্রকৃতিতে তাই নতুন প্রাণের কলরব। বসন্তের দূত কোকিলের মধুর কুহুকুহু ডাক, ব্যাকুল হতে শুরু করেছে অনেক বিরহী অন্তর। নিভৃত পল্লীর ধুলোমাখা পথ থেকে ব্যস্ত নগর সর্বত্রই পূর্ণতা এনেছে বসন্ত।

ফাগুনের প্রথম দিন অপরুপ এক সাজে সেজেছে নাটোরের উত্তরা গণভবন। ফুল ফুটেছে, বসন্তও এসেছে। এখানে সৌন্দর্য পিপাসুদের মনের খোরাক মেটাচ্ছে গাঁদা, পলাশ, ডালিয়া, গ্ল্যাডিওলাস। ফুলের বসন্ত উন্মাদনাও যেনো উপভোগ করার মতো।

প্রায় ৮ মাস করোনার স্তব্ধ সময় কাটিয়ে গত নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে উত্তরা গণভবন। তারপর থেকেই মানুষ আসতে শুরু করেছে ইতিহাস ও প্রকৃতির নবরূপ দেখতে। করোনা মহামারীর কারণে এ বছর বসন্তবরণের আয়োজন হয়নি নাটোরে। তাই বলে থেমে নেই ফাগুনের আগুন ঝরা রুপ পরিগ্রহের চেষ্টা।

Natore-Picture-13

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই উত্তরা গণভবনের ফুলেল শোভা উপভোগে জেলার বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা। উত্তরা গণভবন মাঠে ফোটা সবচেয়ে দৃষ্টিনন্দন গাঁদা ও গ্লাডিওলাস ফুল রুপ ও গন্ধে নয়নে-মননে দোলা দিচ্ছে অবিরত। দর্শনার্থীরা গণভবনে ঢুকেই আগে ফুলের কাছে আসছেন, তুলছেন ছবি। তারপর ঘুরছেন বাকি চত্বর। দেখছেন বাগান, ইটালিয়ান গার্ডেন, চিড়িয়াখানা।

দর্শনার্থীরা জানান, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পহেলা ফাল্গুনকে ঘিরে উৎসব আয়োজন করে। তবে এবার করোনার কারণে কোন আয়োজন নেই। দিনটি ঘরে বসে উদযাপনের কোন সুযোগ না থাকায় একটু ঘুরতে বাইরে এসেছেন তারা। উত্তরা গণভবনের ফুলের আভা মুগ্ধ করছে।

Natore-Picture-13

উত্তরা গণভবনের টিকেট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নয়ন সরকার বলেন, ‘ছুটির দিনগুলোতে গণভবনে দর্শনার্থীদের আগমন বাড়ে। সকাল থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তবে শেষ বিকেলে দর্শনার্থী আরও বাড়বে। ফাল্গুন মাসে গণভবন দর্শকদের পদচারণায় মুখরিত থাকে।’

উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘উত্তরা গণভবনকে দৃষ্টিনন্দন করতে উন্মুক্ত চত্বরে বেশ কিছু ফুলের গাছ রোপণ করা হয়। ফুল ফুটলে গণভবনের সৌন্দর্য্য বহুগুণ বেড়ে যায়। দর্শনার্থীরা প্রিয়জনদের নিয়ে সৌন্দর্যশোভা উপভোগ করে।’

আরএইচ/এমএস