ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।

তিনি বলেন, সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। সিলেটে আটকে যাওয়া পারাবত ট্রেনটিও ছেড়ে আসছে।

এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন দুপুর ২টায় ভাটেরা সিগন্যাল এলাকায় পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়।

আশরাফ আলী/এসজে/এমকেএইচ