ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

থানায় আসা সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ওসি

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

আজ পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। নানা আয়োজনে দিনটি উদযাপন হচ্ছে সারাদেশে। ব্যতিক্রমী এক উদ্যোগে বিশেষ এই দিনটি পালন করছেন মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তার থানায় আসা সেবা গ্রহিতাদের হাতে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। একইসাথে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে থানার কনস্টেবল থেকে সকল স্টাফদের।

থানা ক্যাম্পাসেই অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানাসহ তার কার্যালয়ের সকল স্টাফদেরও জানানো হয়েছে এই শুভেচ্ছা।

OC-pic

জাতীয় পরিচয়পত্র হারিয়েছে বলে রোববার দুপুরে ঘিওর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে যান উপজেলার কুস্তা গ্রামের শারমীন আক্তার। জিডি হওয়ার পর ওসি তার হাতে একটি গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিষয়টি তার কাছে খুবই অপ্রত্যাশিত হলেও চমকিত হয়েছেন তিনি।

জমি সংক্রান্ত সমস্যা নিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাহাদুরপুর গ্রামের দুদু মিয়া। তাকেও ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আগে কখনো এমন শুভেচ্ছা পাননি। বিষয়টি ভালো লেগেছে।

OC-pic-(3).jpg

আমিরুল ইসলাম থানায় এসেছিলেন এক আত্মীয়ের সমস্যা নিয়ে। বিষয়টি শোনার পর তার হাতে একটি গোলাপ ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান ওসি।

আমিরুল বলেন, থানায় আসা সেবা গ্রহিতাদের ফুল দেয়ায় মানুষের প্রতি ওসির আন্তরিকতা প্রকাশ পেয়েছে।

ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আজ একটা বিশেষ দিন। এজন্য সেবা গ্রহিতা এবং থানা ও সার্কেল এসপি অফিসের সকল স্টাফদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে, যাতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে আমরা কাজ করতে পারি।

বি.এম খোরশেদ/এফএ/এমএস