পানিতে ডুবিয়ে শিশু হত্যায় চাচির যাবজ্জীবন
মানিকগঞ্জ সদরের জয়নগর গ্রামে শিশু তানভীর হত্যার ঘটনায় চাচি চায়না বেগমকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার অর্থদণ্ড দেয়া হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৩০ মে সকালে গোসল করাতে নিয়ে তিন বছরের শিশু তানভীরকে পানিতে ডুবিয়ে হত্যা করে আপন চাচি চায়না বেগম। মরদেহ কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়ার সময় জেলেরা বিষয়টি দেখতে পান।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা কমলা বেগম বাদী হয়ে চায়নাকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থেকে চায়নার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ২০১৭ সালের ২৮ অক্টোবর চায়নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর রোববার (১৪ ফেব্রুয়ারি) আসামির উপস্থিতিতে চায়নাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম