ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুনারুঘাটে কেন্দ্র দখলের চেষ্টা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে হামলা চালিয়ে দখলে নেয়ার চেষ্টা করেছে একদল যুবক। তবে প্রশাসনের হস্তক্ষেপে দখলে নিতে পারেননি তারা। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেক ভোটারকে কেন্দ্র থেকে চলে যেতে দেখা গেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চুনারুঘাট পৌরসভার হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ ৫০-৬০ জন যুবক কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এসময় আতঙ্কে ভোটাররা এদিক-ওদিক ছুটতে থাকেন। পরে র‌্যাব-পুলিশ যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।

jagonews24

বিএনপি সমর্থকদের দাবি, ওই কেন্দ্রটি বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন সামছুর হোম সেন্টার। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে এই হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাসুদ রানা বলেন, ‘হঠাৎ করে একদল যুবক এসে হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ চলছে।’

কামরুজ্জামান আল-রিয়াদ/এসআর/জিকেএস