ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আলু ক্ষেতে মিলল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলুর ক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি আলুর জমিতে কম্বল জড়ানো অবস্থায় একটি বস্তু দেখা যায়। পরে স্থানীয়রা কম্বলটি সরালে নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিলন কুমার চ্যাটার্জি বলেন, এখন পর্যন্ত মৃত শিশুটির পরিচয় জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাহিদ খন্দকার/এসজে/এমএস