ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

নড়াইলের কালিয়া উপজেলায় নসিমন উল্টে চালক মো. ইকবাল মোল্লা (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল নড়াইল জেলার নড়াগাতি থানার চাঁন্দেরচর গ্রামের সাহেব মোল্লার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ইকবাল চাঁন্দেরচর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজার যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর কাঠাদুর নামক স্থানে ব্রিজে উঠতে গিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় ইকবাল মোল্লাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই নসিমনে থাকা কোনো যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

হাফিজুল নিলু/এমআরআর