বিস্কুট-পানিতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই
ফাইল ছবি
নড়াইলে বিস্কুট ও পানিতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মামলার পর ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুকিতুর রহমান মোল্লা (৬০) ও তার ছেলে আরাফাত মোল্লা (৩৫)। তারা কালিয়া উপজেলার দেবদুন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল শহর থেকে দুজন যাত্রী শাকিব শিকদারের ইজিবাইকে ওঠেন। তারা কৌশলে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে নিয়ে যান। সেখানে ওই দুজন বিস্কুট ও পানি খান। সাকিবকেও খেতে দেন তারা। বিস্কুট-পানি খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন সাকিব। পরে তারা ইজিবাইকটি নিয়ে যান। এরপর স্থানীয় লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেফতাররা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
হাফিজুল নিলু/ আরএইচ/এএসএম