ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজাহার ইউনিয়নের রাজাবিরাট-পানিতলা সড়কের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন- সুমন মিয়া, আব্দুল্লাহ, ও শাকিল হোসেন৷

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, নিহত তিন যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার থেকে রাজাবিরাট যাওয়ার পথে বটতলার একডালা এলাকায় মাইলফলকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত আবস্থার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায় বলে জানান তিনি।

জাহিদ খন্দকার/এসএমএম/এএসএম