ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাংনীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মেহেরপুর আদালতে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামির নাম বাকিরুল। তিনি গাংনীর দিঘলকান্দি গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বাকিরুলের বিরুদ্ধে ২০১৩ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিল। তার অনুপস্থিতিতে আদালত ১০ বছরের সাজা দেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এদিকে ১৪ ফেব্রুয়ারি রাতে গাংনী বাজারের সাইদ হার্ডওয়্যারের দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। দোকানের মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে উপজেলার কাষ্টদাহ গ্রামের ইউনুছ আলীর ছেলে হাউসকে (২৬) গ্রেফতার করে পুলিশ।

হাউসের নামে এর আগে গাংনী থানায় বোমা বিস্ফোরণ, ডাকাতি, গরু চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে।

আসিফ ইকবাল/এসআর/এমএস