বরিশালে সুরভী লঞ্চের কার্যালয়ে আগুন
বরিশাল নগরীর প্যারারা রোডে সুরভী লঞ্চের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, সুরভী লঞ্চের কার্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে কার্মচারীরা থাকতেন। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই সময় কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দু’টি ল্যাপটপ, খাটসহ কক্ষের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডে কক্ষের মালামাল পুড়ে আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সুরভী লঞ্চের কার্যালয়ের কর্মচারীরা।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান