ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিলের বাড়ি কালীগঞ্জ শহরের আড়পাড়ায়। এ ঘটনায় রানা নামের একজনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, মাদক সেবন বা ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের একপর্যায়ে রানা ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে। এতে ইসরাফিল মারা যায়। তারা দুজনই মাদক ব্যবসায়ী।

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমএস