ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০২:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথন প্রতিযোগিতায় ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। আ হ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শেষ হয় পুরাতন স্টেডিয়ামে।

jagonews24

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীমুজ্জামান।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা ম্যারাথনে অংশগ্রহণ করেন।

আব্দুল্লাহ/এফএ/এএসএম