জুয়া খেলতে গিয়ে শ্রীঘরে ইউপি সদস্য
পাবনার সুজানগরে ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন শেখ (৪২), রাইপুর মাছপাড়া গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে ফারুক হোসেন (৪০), গোপালপুর গ্রামের সোনাই মিয়ার ছেলে আব্দুল আলিম (২৮) ও একই এলাকার কালাম মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডল (১৮)।
সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে আটক করা হয়। এ সময় কয়েক সেট তাস ও নগদ প্রায় ৬০ হাজার টাকা জব্দ করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।’
আমিন ইসলাম/আরএইচ/জিকেএস