ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় স্থানীয় একটি আবাসিক হোটেলে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

মেলায় উদ্যোক্তারা মোট ৩২টি স্টল দিয়েছে যাদের বেশিরভাগ নারী উদ্যোক্তা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিরতিহীনভাবে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় নারীদের গহনা, থ্রি-পিচ, বিভিন্ন বয়সীদের পোশাক, শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রী সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া পিঠাসহ বিভিন্ন ধরনের খাবার ও নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পণ্য বিক্রি হচ্ছে। তিন দিনব্যাপী মেলায় সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্যোক্তাদের এমন উদ্যোগ করোনা পরবর্তী দেশের অর্থনীতিকে চাঙা করবে বলে জানান মেলার উদ্বোধক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

উদ্যোক্তা মেলার প্রধান আয়োজক মেরিনা জামান মমি জানান, করোনাকালে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব খারাপ সময় পার করছে। এই মেলার মাধ্যমে তারা আবার হারানো বাজার ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সালাউদ্দীন কাজল/এআরএ/এএসএম