মাতৃভাষা দিবসে ভুল বানান সংশোধনের ব্যতিক্রমী উদ্যোগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভুল বানান সংশোধনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি’ নামে একটি সামাজিক সংগঠন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ভুল বানান বানান সঠিক করার মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় পদ্মপুকুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম আতাউর রহমান।
স্থানীয় চিত্রশিল্পী আরাফাত রহমান ভুল বানান সংশোধনে সহযোগিতা করছেন। এটি সপ্তাহব্যাপী চলবে বলে আয়োজক কমিটির সদস্যরা জানান। এসময় ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির উপদেষ্টা মারুফ বিল্লাহ, জিল্লুর রহমান, সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহসহ সোসাইটির সদস্য, বাজারের ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাডভোকেট এস এম আতাউর রহমান বলেন, ‘ভাষার জন্য ৫২ সালে তরুণরা তাদের তাজা প্রাণ দিয়েছেন। সেই ভাষার মান রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব। বাজারের দোকানগুলোতে বানান ভুল। তাই আমাদের ছেলে মেয়েরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসার দাবীদার। তবে এ ধারা অব্যহত রাখতে হবে।’
ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আমরা অন্যবারের মতো এবার একটু ভিন্ন আঙ্গিকে ‘আমার পাতাখালি, নির্ভুল পাতাখালি’গড়ার আয়োজন করেছি। আমারা আমাদের গ্রাম থেকেই শুরু করে ভাষার সঠিক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই আয়োজন।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম