কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ছোটন অধিকারী। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তার লাশ সৈয়দপুর হাসপাতালে রাখা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নীলফামারী পৌর নির্বাচনে ভোটবর্জন করেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম। বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জাহেদুল ইসলাম/এসএমএম/জিকেএস