ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ মার্চ ২০২১

নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ফেনীতে কর্মবিরতি পালন করেছে সাংবাদিকরা।

সোমবার (১ মার্চ) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাগর-রুনীর হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করায় দিন-দিন সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনা বাড়ছে। এছাড়াও সম্প্রতি সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারায় সাংবাদিকদের কর্মক্ষেত্র একেবারেই সংকুচিত হয়ে পড়েছে। এসব ঘটনায় দেশজুড়ে সাংবাদিকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

এমতাবস্থায় মুজাক্কির হত্যাসহ দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানির সকল ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এছাড়াও মুজাক্কির হত্যার ১০ দিন অতিবাহিত হওয়ার পরও দোষীদের গ্রেফতার করতে না পারায় ফেনীর সাংবাদিকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন গণমাধ্যমকর্মীরা।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়া পয়গাম সম্পাদক মো. এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এনটিভি ও জনকণ্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক ফেনীর আলো সম্পাদক শুক দেব নাথ তপন, ইউনিটির বর্তমান সহ-সভাপতি যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সাবেক সহ-সভাপতি এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় কর্মসূচিতে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আরএইচ/এমকেএইচ