ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৭ মার্চ ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে জেসমিন খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৭ মার্চ) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

নিহত জেসমিন খাতুনের বড়বোন তৃপ্তি খাতুন অভিযোগ করে বলেন, ‘গতকাল শনিবার রাতে ফ্রিজ কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জেসমিনকে শ্বাসরোধ তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে যায়। রোববার সকালে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করছে বলে প্রচারণা চালানো হয়। খবর পেয়ে আমরা এসে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই।’

এ বিষয়ে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ