ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুজনকে গ্রেফতার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২১

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়িতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) বিকেলে জেলা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুটি শাটারগান ও একটি বিদেশি রিভলবারসহ দুজনকে গ্রেফতার করেছে। এসময় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন-বেড়া উপজেলার রাকশা ভারেঙ্গা গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আবদুল্লাহ আল মনসুর ওরফে মিনটু (৪৩) এবং একই উপজেলার রাজনারায়ণপুর গ্রামের হানিফ কাজীর ছেলে আবদুল্লাহ আল সিয়াম (১৯)।

jagonews24

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি মোড়ে জনৈক শাহ আলমের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে আটক করা হয়।

jagonews24

অনেক দিন ধরেই এ বাড়ি থেকে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে কেনাবেচা চলছিল বলে জানিয়েছে পুলিশ।

বিকেল ৫টার দিকে পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খাঁন জানান, অভিযান এখনো চলছে। অস্ত্র কারখানার আসল হোতা ও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

আমিন ইসলাম/এসআর/জিকেএস