ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড় ভাইকে হত্যা করে মাটি চাপা

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৯ মার্চ ২০২১

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই সোহাগকে (৩০) হত্যা করে পুকুর পাড়ে মাটি চাপা দেন ছোট ভাই।

পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ মঙ্গলবার (৯ মার্চ) দুপরে উপজেলার মহিষাসুরা ইউনিয়নের দাইরের পার গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২ মার্চ) সোহাগ নেশাজাতীয় দ্রব্য পান করে বাড়িতে এসে মাকে গালি দিয়ে মারধর শুরু করেন। বাবা মো. সানাউল্লাহ মিয়া তাকে বাধা দিলে তাকেও মারধর করে সোহাগ। এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে জহিরুল তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।

jagonews24

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ সোহাগের দুই ছোট ভাইয়ের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে বেকু মেশিন দিয়ে মাটি খুড়ে সোহাগের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'

সঞ্জিত সাহা/আরএইচ/এমকেএইচ