ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কবরস্থানের কাছে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১০ মার্চ ২০২১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মাটিবোঝাই ট্রাকচাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা কার্ড আনতে যাচ্ছিলেন। ভ্যানটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আমজাদ।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জিকেএস