ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের উপর হামলা : কোম্পানিগঞ্জে ২৪৮ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১০ মার্চ ২০২১

নোয়াখালীর বসুরহাটে দায়িত্ব পালনকালে হামলা ও আহত করার ঘটনায় ২৪৮ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) দুপুরে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলাটি দায়ের করেন পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৯ মার্চ) রাতে ২৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকেও এ মামলায় আসামি করা হবে। অন্যদিকে বিস্ফোরক ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারে আরও একটি মামলা দায়ের করা হবে।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘বুধবার (১০ মার্চ) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাটে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব-পুলিশ মাঠে রয়েছেন। আগামীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন।’

এদিকে মঙ্গলবারের (৯ মার্চ) সহিংস ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল বলেন, ‘মঙ্গলবার বিকেলে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে মির্জা কাদেরের লোকজন হামলা করে এবং রাতে নিরীহ লোকজনের উপর গুলি করে। এতে আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অপরদিকে আবদুল কাদের মির্জা এ সহিংস ঘটনার জন্য নিজাম হাজারী-একরাম-বাদল-রাহাতকে দায়ী করে বলেন, ‘দুই মাস আগে তিনি বলেছিলেন বহিরাগতদের এনে তারা এলাকার নিরীহ লোকদের হত্যা করবে। সাংবাদিক মুজাক্কির ও আলাউদ্দিন এ অপরাজনীতির শিকার।’

মিজানুর রহমান/আরএইচ/জিকেএস