ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বালুয়াকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দ্রুত গাড়ি থেকে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস (ফেনী-জ-১১-০০০১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে এলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়িটির সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুনে সূত্রপাত। পরে মুহূর্তে পুরো বাসটি পুড়ে যায়। এসময় আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সায়ারুল জানান, গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা