অবশেষে চিকিৎসা পেলেন হাসপাতালের সামনে পড়ে থাকা বৃদ্ধ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের (বন্ধ) দ্বিতীয় গেটের সামনে ব্রিজের ওপর চাদর গায়ে কয়েক দিন ধরে পড়ে আছেন অজ্ঞাত এক বৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এরপরই অজ্ঞাত ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তিসহ তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী।
তিনি বলেন, ‘ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। এছাড়া তিনি হাসপাতালে ভর্তি হওয়ার উদ্দেশে সেখানে আসেননি। তিন চারদিন ধরে ওই বৃদ্ধ হাসপাতালের বন্ধ থাকা গেটের পাশের ব্রিজের ওপর চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। সেটা ফেসবুকে দেখার পরই তাকে হাসপাতালে ভর্তি করানোসহ শারীরিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, পুলিশের তত্ত্বাবধানে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করাসহ পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজন হলে সরকারিভাবে তার সব চিকিৎসা ব্যয় বহন করা হবে। এছাড়া তার পরিচয় নিশ্চিতে ব্যবস্থা নেয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম