ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেশার টাকা না পেয়ে কুড়াল দিয়ে পিটিয়ে মাকে হত্যা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১১ মার্চ ২০২১

মাদারীপুরের কালকিনিতে নেশার টাকা না পেয়ে মাকে কুড়াল দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়েছে। মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে (২৬) পুলিশের দিয়েছে স্থানীয়রা।

নিহত সোনেকা (৫০) উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।

এলাকাবসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে মা সোনেকাকে পিটিয়ে হত্যা করে। এ সময় তাকে বাঁধা দিলে বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীওরা জয়ধরকে আটকে রেখে ডাসার থানায় খবর দেয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ কে এম নাসিরুল হক/এএইচ/জিকেএস