পায়ের ব্যান্ডেজে মিলল ৪৮ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২
পঙ্গু সেজে ফেনসিডিল পাচারের সময় যশোরের শার্শায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জের পয়সা গ্রামের মৃত ছামাদ দেওয়ানের ছেলে জামাল হোসেন (৩৩) ও শার্শার কাজিরবেড় গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে প্রাইভেটকার চালক আজিজুল ইসলাম (২৬)।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে থেকে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে জামাল হোসেনের ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল তিনি পঙ্গু। তবে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার পায়ের ব্যান্ডেজে ফেনসিডিল রয়েছে। পরে ব্যান্ডেজ কেটে ৪৮ বোতল ফেনসিডিল বের করা হয়।
জামাল হোসেনের নামে যশোরের ঝিকরগাছা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।
জামাল হোসেন/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ২ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৩ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৪ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল
- ৫ ইঞ্জিন বিকলে ৬ ঘণ্টা পর সচল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা