এক সপ্তাহ পর উদ্ধার অপহৃত স্কুলছাত্রী
আটক অপহরণকারী দম্পতি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে গত এক সপ্তাহ আগে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) বিকেলে যশোর আদালত চত্বর থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আকবার ও রুমা খাতুন নামের অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ মার্চ দুপুরে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ওই কিশোরীকে অপহরণ করেন আকবর ও রুমা। ওইদিনই ওই দম্পতিকে আসামি করে মামলা করেন অপহরণের শিকার স্কুলছাত্রীর বাবা। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার ও স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বিকেলে ভিকটিম ও আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল