ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:০০ পিএম, ১২ মার্চ ২০২১

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তরা চেক পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১২ মার্চ) জেলার শিবচরের মাদবর চর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

পরে বিক্ষুদ্ধরা শিবচর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসানের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন।

jagonews24

এসময় শিবচর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আন্দোলনকারীরা জানান, পদ্মা সেতুর সংযোগ সড়কসহ বিভিন্ন সময়ে জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই সময়ে জমি অধিগ্রহণের টাকা পেতে কোনো ঝামেলা হয়নি। কিন্তু অধিগ্রহণের ৭ থেকে ৮ মাস পরও এখনও রেল সংযোগ প্রকল্পের টাকা পাচ্ছি না।

jagonews24

এর আগে ৪ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে প্রথম ধাপে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। ওই দিন ৩৩ জন ক্ষতিগ্রস্তকে প্রায় ১০ কোটি টাকার চেক তুলে দেন।

jagonews24

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মোবাইল ফোনে বলেন, ‘রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্ত কেউ ন্যায্য পাওনা থেকে বাদ যাবে না। তবে যাদের চেক প্রদান করা হয়েছে তাদের ব্যাপারে অভিযোগের ভিত্তিতেই কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/এএসএম