প্রতিপক্ষের ককটেলে মাথা উড়ে গেল কৃষকের
ফাইল ছবি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আলুর ক্ষেপ নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ককটেলে মো. জালাল ব্যাপারী (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল নতুন আমঘাটা গ্রামের গনি ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন আমগাটা গ্রামের একই বংশের মানুষ নিহত জামাল ব্যাপারী ও সেন্টু ব্যাপারীরা। এরা পরস্পর আত্মীয়-স্বজন হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রতি বছরই এ মৌসুমে আলু উঠানোর পর সেগুলো ট্রলি গাড়ির মাধ্যমে জমি থেকে কোল্ডস্টোরেজে পৌঁছানোর কাজ করতেন তারা। এ নিয়ে জামাল ও সেন্টুদের মধ্যে বিরোধ শুরু হয়।
শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে সেন্টু পক্ষের লোকজন জামালের মাথায় ককটেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই জামালের মাথার বিভিন্ন অংশ উড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই মো মামুন ব্যাপারীর দাবি, জামালের সঙ্গে কেউ ছিল না। সেন্টু মেম্বার বাহিনীর খালেক শেখ, শিপন, স্বপন, দেলু, হারুন, আলমগীরা প্রথমে বেদম পেটায় জামালকে। জামালের মাথায় একাধিক ককটেল নিক্ষেপ করে মাথাটাই উড়িয়ে দিল। আমরা জামালের হত্যাকারীদের বিচার চাই।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এর সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা