চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, কারাগারে ৬৫ বছরের বৃদ্ধ
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
গ্রেফতার মো. ছিদ্দিক ব্যাপারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) দুপুরে ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যান মো. ছিদ্দিক ব্যাপারী। সেখানে শিশুটিকে ধর্ষণ করলে কান্না শুনে তার মা ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই শিশুর বাবা থানায় মামলার করেন। মামলায় অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ মো. ছিদ্দিক ব্যাপারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর