শখ করে সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের
খাগড়াছড়ির মানিকছড়িতে শখ করে বাইসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল মো. সাব্বির হোসেন (২১) নামের এক যুবকের। শনিবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার পূর্ব তিনটহরীর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির হোসেন চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার সালদি সরকার বাড়ির আবুল কালামের ছেলে। তিনি মানিকছড়িতে এস্কাভেটরের হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব তিনটহরীর মুসলিমপাড়া এলাকার কয়েকজন ছেলে বাইসাইকেল চালানোর সময় তাদের কাছ থেকে শখের বসে বাইসাইকেল চালাতে চান মো. সাব্বির হোসেন। তার শখ পূরণে একজন তার বাইসাইকেল দেন। একপর্যায়ে বাইসাইকেল চালিয়ে উঁচু পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে কালভার্টের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘শখ করে বাইসাইকেল চালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান