ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৪ মার্চ ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নামতি বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নামতি বেগম ওই গ্রামের বাজার পাড়ার জামাল খাঁর স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আয়নামতি দোকানের ছাদে ডাল শুকাতে দিয়েছিলেন। ছাদে ওঠার বিকল্প ব্যবস্থা না থাকায় পাশের একটি টিনের ঘরের চাল দিয়ে তাকে ওঠানামা করতে হতো।

কোনো এক সময় টিনের ঘরের সঙ্গে বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। রাতে ছাদ থেকে ওই চাল দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আয়নামতি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুজ্জামান বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমআরআর